ফেসবুক-ইনস্টাগ্রাম নেই। তবে আছে ওয়াকম্যানে গান শোনা। আর আছে নাচে-গানে ভরপুর হিন্দি সিনেমা। আরও এমন অনেক কিছুই আছে যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে নব্বইয়ের দশকে, উসকে দেবে অনেক স্মৃতিই। তবে সিরিজটি দেখতে বসে খুব বেশিক্ষণ আপনি স্মৃতি রোমন্থনের সুযোগ পাবেন না; অ্যাকশন আর রোমাঞ্চ আপনাকে টেনে নেবে। হচ্ছিল ‘সিটাডেল: হানি বানি’র কথা।
রাতে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে রাজ ও ডিকের সিরিজটি। স্পাই-থ্রিলার ঘরানার সিরিজটি নির্মিত হয়েছে নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে। ধুন্ধুমার অ্যাকশনের কারণে অনেক দর্শকই পছন্দ করেছেন সিরিজটি। সত্যিই কি সিরিজ হিসেবে জমল ‘সিটাডেল: হানি বানি’?