ব্রিসবেনে ‘সেভেন-সেভেনে’ পরিণত প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। অস্ট্রেলিয়ার ৯৩ রানের জবাবে অলআউট হই-হই করেও শেষ পর্যন্ত ৯ উইকেটে ৬৪ রান তুলে ২৯ রানে হারে মোহাম্মদ রিজওয়ানের দল। সিরিজ জয়ের সম্ভাবনা জাগাতে আজ সিডনিতে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে জিততেই হতো। সেই ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছে পাকিস্তান। ১৩ রানে হেরেছে তারা। তিন ম্যাচের সিরিজটা এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল অস্ট্রেলিয়া।
দুই পেসার হারিস রউফ (৪/২২) ও আব্বাস আফ্রিদি (৩/১৭) এবং স্পিনার সুফিয়ান মুকিমের (২/২১) দুর্দান্ত বোলিংয়ে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে ১৪৭ রানে আটকে রেখেও শেষ পর্যন্ত হারল পাকিস্তান।
রান তাড়ায় স্পেনসার জনসনের করা ৮ বলের প্রথম ওভাবে ১২ রান তোলে পাকিস্তান। দ্বিতীয় ওভারের প্রথম বলে জেভিয়ার বার্টলেটকে উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে সীমানায় নাথান এলিসের হাতে ক্যাচ দিয়ে বাবর আজমের (৩) বিদায়ের পর আর আস্কিং রেটের সঙ্গে তাল মেলাতে পারেনি।