ঝুট ব্যবসায় সেনাবাহিনীর নাম ব্যবহার না করতে হুঁশিয়ারি

প্রথম আলো প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ২০:১৪

সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট (পোশাক কারখানার অব্যবহৃত কাপড়) ব্যবসার নামে প্রতারণা রোধে জনগণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে কিছু স্বার্থান্বেষী ও অসাধু মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার প্রস্তাব দিচ্ছে এবং শিল্পাঞ্চলে অপকর্ম চালাচ্ছে, যা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।


শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও উৎপাদনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ঝুট ব্যবসা বা অন্য কোনো ব্যবসার জন্য সুপারিশ সেনাবাহিনীর কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়।


কেউ যদি কোনো অবৈধ সুবিধা নিতে সেনাবাহিনীর নাম ব্যবহার করার চেষ্টা করে তাহলে ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮ ও ০১৭৬৯০৯৫২০৯ মুঠোফোন নম্বরে কল করে সেনাবাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us