‘সত্যিকারের বন্ধু’ নাকি ‘বন্ধুরূপে শত্রু’—এই দুইয়ের পার্থক্য করাটা বেশ কঠিন। সামনের মানুষটির মনে কী চলছে, বোঝা না গেলেও আচরণ তার মনের ভাবকে অনেকটাই জানান দেয়। যদিও বেশির ভাগ সময় আমরা দেখে-শুনেও সেসব আচরণ এড়িয়ে যাই এবং পরে আফসোস করি।
তাই, জেনে রাখুন এমন ১০টি আচরণের কথা, যা দেখে একটু হলেও কাছের বন্ধুকে নিয়ে সচেতন হতে পারবেন।
সমর্থনের অভাব
আপনার ভালো কোনো কিছু বা কাজে যে সমর্থন করে না, সে আপনার প্রকৃত বন্ধু না। এর অর্থ, সে চায় না আপনার জীবনমান উন্নত হোক।
স্বার্থপর
খেয়াল করে দেখুন, আপনার তথাকথিত বন্ধুটি সবকিছুতে শুধু নিজের কথাই ভাবছে কিনা। সে যদি আপনার কোনো কথাকেই গুরুত্ব না দেয়, তাহলে বুঝে নেবেন, সে আপনার বন্ধু না।
ঘনঘন নাটকীয়তা
যার সঙ্গে বন্ধুত্ব রক্ষা করা কঠিন, সে আপনার প্রকৃত বন্ধু না। লক্ষ্য করে দেখুন, সারাক্ষণ সময় দিতে হবে, তাকে বেশি গুরুত্ব দিতে হবে—এসব নিয়ে সব সময় আপনাকে দোষারোপ করছে কিনা। প্রিয় বন্ধুটির সঙ্গে বন্ধুত্ব রক্ষা করা যদি ভারী কোনো বোঝা বহনের মতো অনুভূত হয়, তাহলে বুঝতে হবে, সে আপনার বন্ধু না।