ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে বৃহস্পতিবার ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইউ) ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করার কারণে এই জরিমানা করে।
কমিশনের মতে, মেটা তাদের ‘ফেসবুক মার্কেটপ্লেস’ নামের বিজ্ঞাপন সেবাটিকে এখন শুধু ‘ফেসবুক’-এর অধীনে নিয়ে এসেছে। এতে করে গ্রাহক পরিষেবা নিয়ে তাদের বাড়তি করে ভাবতে হবে না।
তারা আরো বলেছে, ‘সকল ফেসবুক ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় অ্যাক্সেস রয়েছে, ইচ্ছা কিংবা অনিচ্ছা স্বত্তেও নিয়মিতভাবে বিজ্ঞাপন তাদের সামনে চলে আসে।’
ইউরোপীয় কমিশন আরো অভিযোগ করেছে, মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে অন্য যেসব অনলাইনভিত্তিক শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবাদাতা বিজ্ঞাপন দেয়, তাদের ওপর অন্যায্য বাণিজ্যিক শর্তারোপ করার মাধ্যমে মার্কিন কম্পানিটি নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে।