বিএমডব্লিউ নিয়ে জালিয়াতি, চার বছর পর যা জানা গেল

প্রথম আলো প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ২১:৫২

চার বছর আগে চট্টগ্রাম বন্দর দিয়ে বিএমডব্লিউ ব্র্যান্ডের একটি গাড়ি আমদানি করে চট্টগ্রামের দেওয়ানহাটের নাগোয়া করপোরেশন। গাড়িটি বিক্রিও করা হয়। মালিকানাও পরিবর্তন হয় দুই দফা। সড়কেও চলেছে। তবে চার বছর পর বেরিয়ে এসেছে যে গাড়িটি আমদানির সময় মডেল, তৈরির সালসহ সবকিছুই জালিয়াতি করেছে প্রতিষ্ঠানটি।


সরকারকে শুল্ককর কম দেওয়ার জন্য এই কৌশল নিয়েও শেষ রক্ষা হয়নি। কারণ, চার বছর গোপন থাকার পর গাড়িটি আমদানিতে জালিয়াতি উদ্‌ঘাটন করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গত বুধবার ঢাকার তেজগাঁও শিল্প এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। জব্দ করা গাড়ির কাগজপত্র যাচাই করতে গিয়ে নতুন করে অনিয়মের খোঁজ পেয়েছেন কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমসের তথ্যে দেখা যায়, ২০২০ সালের শুরুতে জার্মানিতে তৈরি বিএমডব্লিউ ফাইভ সিরিজ ঘোষণা দিয়ে নতুন হিসেবে এই গাড়ি আমদানি করে নাগোয়ো করপোরেশন। গাড়িটি ২০১৯ সালে তৈরি বলে নথিপত্র দেয় আমদানিকারক। আমদানি করা হয় জাপানের ‘আশরাফ কো. লিমিটেড’ থেকে।


তবে গাড়িটি জব্দ করার পর কর্মকর্তারা দেখেন যে গাড়িটির তৈরি করার প্রকৃত সাল ২০১৭। আবার গাড়িটির মডেল ফাইভ সিরিজ নয়, সেভেন সিরিজের। অর্থাৎ গাড়িটি যখন আমদানি করা হয়, তখন নতুন ছিল না। পুরোনো গাড়ি। পুরোনো গাড়ি হিসেবে তৃতীয় দেশ থেকে আমদানির সুযোগ নেই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us