অনেক দিন ধরেই যেন লিওনেল স্কালোনির ডাকের অপেক্ষায় ছিলেন ফাকুন্দো মেদিনা। তাই সেই ডাকটা যখন আসল তখন আর এক মুহূর্ত দেরি করতে চাইলেন না ফ্রান্সের ক্লাব লাঁসের হয়ে খেলা এই সেন্টার ব্যাক। আর্জেন্টিনার জন্য অপেক্ষা না করে নিজ খরচেই বিমানের টিকেট কেটে ক্যাম্পে হাজির হয়েছেন এ ফুটবলার।
মেদিনা এই সুযোগটা মূলত পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেজ চোটে ছিটকে যাওয়ায়। চলতি মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড থেকে মার্তিনেজ ছিটকে যাওয়ায় স্কালোনি ডাকেন মেদিনাকে। সেই ডাকের পর এক মুহূর্ত দেরি করেননি এই ফুটবলার। যা নিজেই গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্কালোনি।
প্যারাগুয়ের বিপক্ষে শুক্রবার ভোর সাড়ে ৫টায় মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে স্কালোনি মেদিনাকে নিয়ে জানিয়েছেন, ‘একটি বিষয় আমি সবাইকে জানাতে চাই, ফাকুন্দো মেদিনাকে ডাকার পর সে খুব দ্রুত টিকিট কেটেছে। নিজেই দামটা দিয়ে (ক্লাবের) কোচের সঙ্গে কথা বলেছে। এটা গুরুত্বপূর্ণ এবং দারুণ ব্যাপার কারণ সে প্রাথমিক তালিকায়ও ছিল না। দলের জন্য এটা খুব ভালো বার্তা। (খেলোয়াড়েরা) তারা এখানে (জাতীয় দল) আসতে চায়।’