ভারতের কর্ণাটকের উদুপি জেলায় অবৈধভাবে বসবাসরত আট বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। তারা বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই গত তিন বছর ধরে ওই জেলার হুডে গ্রামে বাস করছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের
জাল পাসপোর্ট ব্যবহার করে দুবাই পালানোর সময় ম্যাঙ্গালুরুর বাজপে বিমানবন্দর থেকে আটক করা হয় মুহাম্মদ মানিক নামের এক বাংলাদেশিকে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। উদুপির পুলিশ সুপার জানিয়েছেন, জাল পাসপোর্ট ব্যবহার করায় ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে মানিক জানান, তার সঙ্গে অবৈধভাবে আরও সাত বাংলাদেশি নাগরিক ভারতে অবস্থান করছেন। সেই খবর পেয়ে উদুপি থানার পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার বাকিদের গ্রেফতার করে।
তদন্তে জানা গেছে, অভিযুক্তরা জাল আধার কার্ড (ভারতীয় নাগরিকদের জাতীয় পরিচয়পত্র) ব্যবহার করছিলেন। কিভাবে এই দলটি এই জাল নথি সংগ্রহ করেছিল এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল তা পুলিশ এখন তদন্ত করছে।