ফুল পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। প্রেমিকাকে প্রেমের প্রস্তাব দিতে কিংবা অভিমান ভাঙাতে এক তোড়া ফুলই যথেষ্ট। ফুলের ঘ্রাণ মনকে প্রফুল্ল করে। তবে এমন এক ফুল আছে যার গন্ধ নয় দুর্গন্ধ আপনাকে কাছে ঘেঁষতে দেবে না। ফুলের শরীর থেকে পচা মাংসের গন্ধ বের হয়। কোনো কীটপতঙ্গ পর্যন্ত কাছে যায় না।
বিশ্বের সবচেয়ে বড় ফুল র্যাফ্লেসিয়া আর্নল্ডি বা ‘মৃতদেহের ফুল’। দক্ষিণ এশিয়ার বেশ কিছু অঞ্চল, যেমন ফিলিপাইন, জাভা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার রেইনফরেস্টে পাওয়া যায় এই ফুল। পৃথিবীতে প্রায় ৩০ প্রজাতির র্যাফ্লেসিয়া পাওয়া যায়। যার মধ্যে র্যাফ্লেসিয়া আর্নেল্ডি অন্যতম।
র্যাফ্লেসিয়া আর্নেল্ডিকে পৃথিবীর সবচেয়ে বড় ফুল বলা হয়। ফুলটি চওড়ায় ৩ ফুট এবং ওজনে প্রায় ১১ কেজি পর্যন্ত হতে পারে। মানে ছোটখাটো এক টেবিলই বলা চলে। এই ফুলে থাকে পাঁচটি বিশাল পাপড়ি। যার রং লালচে বা বেগুনি-বাদামি হতে পারে। রঙের মধ্যে গাঢ় লাল এবং সাদা দাগ থাকে। দেখতেও এক দানব আকৃতির ফুলটি।