ব্রিসবেনে দুই দলের খেলোয়াড়রা মাঠে নামতে অপেক্ষায় ছিলেন। কিন্তু বৈরি আবহাওয়া ও বৃষ্টি তাদের অপেক্ষা দীর্ঘ করে। অবশেষে যখন খেলা শুরু হলো তখন ম্যাচ দাঁড়ায় ৭ ওভারের। বৃষ্টি আইনের সেই টি-টোয়েন্টিতে ২৯ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ৯৪ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমে ধ্বংসস্তূপে পরিণত হয় পাকিস্তান। জেভিয়ার বার্টলেট ও নাথান এলিসের আগুনে বোলিংয়ে ২৪ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। টানা দুই ওভারে দুটি করে উইকেট নেন অস্ট্রেলিয়ান পেসারদ্বয়।
এমন ধাক্কা সামলে ওঠা যে কঠিন তা ম্যাচ শেষেও প্রমাণ পাওয়া গেছে। ২৯ রানের হারে শুধু ব্যবধানটুকু কমিয়েছেন আব্বাস আফ্রিদি। দলের হয়ে ১ ছক্কা ও ২ চারে খেলেছেন সর্বোচ্চ ২০ রানের ইনিংস। এর আগে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ২ ব্যাটারকেও আউট করে পাকিস্তানের সেরা বোলার ছিলেন আব্বাস।