মুখ দিয়ে গড়িয়ে পড়ছে 'রক্ত', মাঝ রাস্তায় 'ভূতের উপদ্রব' দিল্লিতে, ভাইরাল ভিডিয়ো

এইসময় (ভারত) প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১১:০৮

ভয় পেতেও কি মানুষ ভালোবাসে? কিছু ক্ষেত্রে হয়ত হ্যাঁ। নয়ত এত লোকে বালিশে চোখ লুকিয়ে ভূতের সিনেমা দেখবে কেন? তবে ভরা রাস্তায় কনটেন্ট বানানোর লোভে মানুষকে ভয় দেখিয়ে মজা করা কি নৈতিক? সেই প্রশ্নের কোনও সোজা জবাব হয়ত নেই। তবে ঘরে বসে মুঠোফোনে সেই সব ভিডিয়ো দেখতে নেটিজ়েনদের অবশ্য মন্দ লাগে না। আর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, আলোকিত রাস্তায় 'ভূত' সেজে এক তরুণী সবাইকে ভয় দেখাচ্ছেন। রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে দিল্লিতে। আর ভিডিয়ো তৈরি করার জন্য এই কাণ্ড ঘটিয়েছেন শেফালি নাগপাল নামে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট।


জানা গিয়েছে, দিল্লিতে হ্যালোইন উপলক্ষে এই ভিডিয়ো কনটেন্টটি তৈরি করেছিলেন শেফালি। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, শেফালির সাজ দেখে অনেক শিশু ভয়ে আঁতকে উঠেছে। এমনকী অনেক প্রাপ্তবয়স্কও ভয় পেয়ে যান সেই মেকআপ আর্টিস্টকে দেখে। ভিডিয়োতে দেখা যায়, শেফালি একটি সাদা রঙের হাতকাটা পোশাক পরে আছেন। তাঁর মুখে লাল রং মাখা। প্রথম দেখায় যে কেউ সেই লাল রংকে রক্ত ভেবে ভুল করতে পারে। এই সাজেই শেফালি রাস্তায় ও পার্কে ঘুরেছেন। তাঁকে দেখে ছোট ছোট শিশুদের ভয়ে চেঁচাতে দেখা গিয়েছে। অনেক পথচারী আবার মজা পেয়েছেন শেফালিকে দেখে। তাঁরা আবার শেফালির ভিডিয়ো করেছেন নিজেদের ফোনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us