এই সময়ে বাড়ির ধুলাবালু কমাবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১৮:৩৪

ঘরের বাইরে ধুলা এড়াতে অনেকেই মাস্ক পরেন। কিন্তু নিজের ঘরের ধুলা তাড়াতে কী করছেন! প্রতিদিনের ব্যবহৃত জিনিসপত্রেই থেকে যাচ্ছে ধুলার আস্তরণ। যা বাড়িয়ে দেয় ডাস্ট অ্যালার্জির মতো সমস্যা। এ সময়ের আবহাওয়ার কারণেই অনেক সময় ধুলা জমে ঘরে–বাইরে। তাই ঘর পুরোপুরি ধুলামুক্ত করতে না পারলেও অনেকটা নিয়ন্ত্রণে রাখার উপায় আছে।


গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত জানালেন, ঘরের ধুলা আসলে অনেক জিনিসের মিশ্রণ। এর মধ্যে আছে আদ্রর্তা, সুতার আঁশ, মানব ত্বকের মৃত কোষ, প্রাণীর লোম, জীবাণু, ছত্রাক, খাদ্যকণাসহ আরও অনেক পরিত্যক্ত ক্ষুদ্র জিনিস। এর মধ্যে প্রাণীর লোম, তেলাপোকা ও জীবাণু হচ্ছে বিপজ্জনক। এগুলোর যেকোনোটির কারণে ভুগতে পারেন অ্যালার্জি সমস্যায়। তাই ধুলা এড়াতে নিতে হবে বাড়তি সতর্কতা।

ঘরের ধুলাবালু
‘ঘরের ধুলাবালু ঝাড়তে অনেকেই পালকের তৈরি ডাস্টার ব্যবহার করেন। এসব ব্যবহার থেকে বিরত থাকুন। ধুলাবালু দূর করতে নরম ও পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে হালকা ভিজিয়ে নিয়ে। এতে ধুলাবালু ভেজা কাপড়ে আটকে যাবে, চারদিকে ছড়াবে না,’ মনে করেন অধ্যাপক তাসমিয়া জান্নাত। প্রাকৃতিক কিছু জীবাণুনাশক যেমন নিমপাতার রস বা লেবুর রস পানিতে মিশিয়ে ঘর পরিষ্কার করা যায়। এভাবে পরিষ্কার করলে ধুলায় থাকা জীবাণু মরে যাবে।


ক্লজেটের পরিবর্তে
ক্লজেট বা আলমারিতে থাকা তোয়ালে, বিছানার চাদরসহ অন্যান্য কাপড়ে ধুলা জমে বেশি। যা সাধারণত খালি চোখে দেখা যায় না। এ কারণে ক্লজেটের পরিবর্তে কনটেইনার অথবা মজবুত বাক্স রাখতে পারেন। কাপড়কে ময়লামুক্ত রাখার আদর্শ উপায় হলো চেইনের ব্যাগে রাখা। এতে করে কাপড়ের ধুলা থেকে অনেকটা নিরাপদ থাকা যাবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us