মানুষ কেন টক্সিক সম্পর্ক ছেড়ে যায় না?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১৭:২৫

টক্সিক সম্পর্ক ত্যাগ করা মোটেই সহজ কিছু নয়। একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া কারণ এটি শুধুমাত্র শারীরিকভাবে দূরে সরে যাওয়াকেই বোঝায় না, দূরে সরে যেতে হয় মানসিকভাবেও। মন থেকে একজন মানুষকে, তার সমস্ত স্মৃতিকে মুছে ফেলা অনেকের জন্যই অসম্ভব। যে সম্পর্ক শারীরিক ও মানসিকভাবে কেবল লাঞ্ছনাই দেয়, সেই সম্পর্কেও মানুষ পড়ে থাকে কেন? কেন ছেড়ে যায় না? চলুন জেনে নেওয়া যাক কিছু কারণ-


১. আত্মসম্মান বোধের অভাব এবং অসহায়ত্ব


যারা টক্সিক সম্পর্কের মধ্যে থাকে তারা হয় শুরু থেকেই কম আত্মসম্মানবোধ সম্পন্ন অথবা ধীরে ধীরে সঙ্গীর খারাপ ব্যবহারের কারণে তার আত্মসম্মান নষ্ট হতে পারে। সে হয়তো স্বাধীনভাবে বেঁচে থাকতে অক্ষম বোধ করতে পারে। সে যে নেতিবাচকতার শিকার হয়েছেন তা ভেতরে বাসা বাঁধতে পারে, যার ফলে অসহায়ত্ব বা অক্ষমতার অনুভূতি হয়।


২. সামাজিক এবং সাংস্কৃতিক চাপ


সামাজিক প্রত্যাশা, ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক নিয়ম অনেক ক্ষেত্রে মানুষকে সম্পর্ক ত্যাগ করতে, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ করতে নিরুৎসাহিত করে। মানুষ তার পরিবার বা সম্প্রদায় থেকে বিচার, লজ্জা বা বঞ্চিত হওয়ার ভয় থেকে এ ধরনের সম্পর্ক টিকিয়ে রাখে, বিশেষ করে যদি তাদের সন্তান থাকে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us