ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশটি প্রযুক্তিনীতি ও বৈশ্বিক কৌশলে ব্যাপক পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মহাকাশ অভিযানের ক্ষেত্রে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রযুক্তি ব্যবহারকারীদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে কিছু পূর্বাভাস পাঠকদের সঙ্গে ভাগাভাগি করতে চাই।
পরিবারের জন্য নিয়ন্ত্রণহীন এআইয়ের প্রভাব
যুক্তরাষ্ট্রের বর্তমান বাইডেন প্রশাসন এআইয়ের নতুন নৈতিক মান নির্ধারণের লক্ষ্যে কাজ করছিল, যা তথ্যের গোপনীয়তা এবং উচ্চ ঝুঁকির ক্ষেত্রে এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে জোর দিয়েছিল। কিন্তু ট্রাম্পের অধীনে, এআই শিল্পের সহযোগী ইলন মাস্কের সমন্বয়ে এআইয়ের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কিছু পদক্ষেপের আশঙ্কা রয়েছে। যদিও বিধিনিষেধ কমে যাওয়া প্রযুক্তির পরিসর বাড়ায়। তবে এর সঙ্গে নানা ধরনের ভারসাম্যের প্রয়োজনও রয়েছে।