যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানুয়ারিতে যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তখন তার দল বিরাপলিকান পার্টি মার্কিন কংগ্রেসের উভয়কক্ষ নিয়ন্ত্রণ করবে, নির্বাচনের ফল প্রকাশকারী বেসরকারি কোম্পানি ডিসিশন ডেস্ক এইচকিউ (ডিডিএইচকিউ) এর প্রদর্শিত ফলাফলে এমন আভাস পাওয়া গেছে।
যদি এমনটি হয় তাহলে ট্রাম্প কর হ্রাস ও ফেডারেল সরকারকে সঙ্কুচিত করার মতো তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন।
এডিসন রিসার্চের প্রদর্শিত ফল দেখাচ্ছে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে ইতোমধ্যেই রিপাবলিকান আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, এখানে তারা ৫২ আসন নিয়ে ৪৬ আসন পাওয়া ডেমোক্র্যাটদের থেকে এগিয়ে আছে।