সবার ধারণার চেয়ে সহজেই জিতে গেলেন ডনাল্ড জে. ট্রাম্প। হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। অনেক দিক থেকে প্রথম হওয়ার স্বপ্ন দেখা কমলা হ্যারিসের ভরাডুবি ঘটিয়ে ট্রাম্পই বরং অনেক দিক থেকে প্রথম হয়ে গেলেন। কিন্তু জয়ের জন্য কী করেননি কমলা? নিজের মতামত লুকিয়েছেন, মাঝপথে থেকেছেন, ইসরায়েলি লবির তোষামোদি করেছেন, কর্পোরেট শক্তির পক্ষে থেকেছেন, ট্রাম্পকে ফ্যাসিস্ট দৈত্য হিসেবে উপস্থাপন করেছেন— এতকিছুর পরও হেরে গেলেন। তবে কি মার্কিন জনগণ গাজায় গণহত্যা বন্ধ চায় না, অস্ত্রব্যবসায়ীদের দমন চায় না, অভিবাসী চায় না— কী বার্তা দিয়ে গেলেন তিনি?
এই নির্বাচনি ফলে যা প্রমাণিত হলো তা হচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষ শান্তি চাইলেও, গণহত্যা বন্ধ চাইলেও, অভিবাসীদের সমঅধিকার চাইলেও— এসব ইচ্ছেপূরণের ক্ষেত্রে তারা কমলা হ্যারিস ও ডেমোক্র্যাটদের যথেষ্ট বিশ্বাস করতে পারেনি। ট্রাম্প অজস্র মিথ্যা কথা বলেছেন— যা করবেন ও করবেন না, দুই নিয়েই। আর কমলা অজস্র লুকিয়েছেন— যা করবেন ও করবেন না, দুইই। প্রশ্ন হতে পারে, কমলা যদি তার রং ও রূপ স্পষ্ট করতেন, তাতেই কি জিততেন? এ কথা হলফ করে বলা যায় না। তবে এ কথা বলা যায়, নিজের পরিচয় যথাসাধ্য লুকিয়ে ও ট্রাম্পকে দৈত্য হিসেবে হাজির করে কমলা তার পরাজয়ের ও ট্রাম্পের জয়ের পথ প্রশস্ত করেছেন।