মুনতাহাদের জন্য এই দেশ নিরাপদ হবে কবে?

ঢাকা পোষ্ট শাহানা হুদা রঞ্জনা প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১১:১৫

ফুটফুটে মেয়ে মুনতাহা। ৩ নভেম্বর ২০২৪ থেকে সে নিখোঁজ। ফেসবুকে কয়েকদিন ধরে ওর হারিয়ে যাওয়ার খবরটি ঘুরে বেড়াচ্ছিল। সবাই প্রার্থনা করছিলেন মুনতাহা যেন গোলাপি ফ্রকটি পরেই বাবা-মায়ের বুকে ফিরে আসে। কিন্তু তা আর হলো না, মুনতাহা ফিরে এলো শবদেহ হয়ে। তাকে হত্যা করে গলায় দড়ি বেঁধে বাড়ির পাশে পুকুরে ছুঁড়ে ফেলেছিল ওর পরিচিতজন। ১০ নভেম্বর ২০২৪ ভোররাতে তার লাশ উদ্ধার করে পুলিশ।


অভিযোগ উঠেছে শিক্ষিকা ও তার পরিবারের প্রতি। মুনতাহার খবরটি শুনে অনেকেই মন্তব্য করেছেন আহা এতটুকু একটা বাচ্চাকে মানুষ মেরে ফেলে কেমন করে? হ্যাঁ, দেখতে-আকৃতিতে মানুষই শিশু হত্যা করে, মানুষই শিশুকে ধর্ষণ ও যৌন হয়রানি করে এবং শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করে। শিশু সবচেয়ে দুর্বল বলে অব্যাহতভাবে ঘরে-বাইরে তারাই নির্যাতনের শিকার হচ্ছে।


আর মুনতাহা তো একা নয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪৫৪ জন শিশুকে হত্যা করা হয়েছে। এদের ৭৭ জনের বয়স ০ থেকে ৬ বছর, ২৬৭ জন ১৩ থেকে ১৮ বছর বয়সী। আর একই সময়ে সহিংসতার শিকার হয়েছে আরও ৫২১ টি শিশু (আইন ও সালিশ কেন্দ্র)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us