আবারও লাল হচ্ছে ফেসবুকের প্রোফাইল

কালবেলা প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১১:২৬

শেখ হাসিনার পতন হয়েছে তিন মাস পার হয়ে গেছে। কিন্তু এখনো আওয়ামী দোসরদের নানাভাবে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ সমন্বয়করা। যার প্রতিবাদে আবারও প্রোফাইলের ছবি লাল করার হিড়িক পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।


ফেসবুক জুড়ে একের পর এক প্রোফাইল ছবি লাল করছেন সমন্বয়কসহ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। একই সঙ্গে তারা বলছেন ‘যুদ্ধ এখনো শেষ হয়নি’।


রোববার (১০ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে আরও তিনজনকে উপদেষ্টা করা হয়, যাদের মধ্যে রয়েছেন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়।


এরপরই শুরু হয় প্রোফাইল লাল করার হিড়িক। এরই প্রেক্ষিতে নিজের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার (১১ নভেম্বর) রাতে প্রোফাইল পিকচার পরিবর্তন করে তিনি ক্যাপশনে লিখেন, ‌‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪ শে জুলাই, ২০২৪।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us