ত্বকের যত্নে বেশিরভাগ মানুষ প্রাকৃতিক সমাধান খোঁজেন। প্রাকৃতিক উপাদানের তালিকায় শীর্ষে রয়েছে গোলাপ জল। ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করে গোলাপ জল। গোলাপ জল ত্বকের উপর হাইড্রেশন হিসেবে কাজ করে।
এটি ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে।
ত্বকের উপর অ্যান্টি-এজিং উপাদান হিসেবে কাজ করে গোলাপ জল। নিয়মিত এই উপাদান মুখে মাখলে বলিরেখার সমস্যা থেকে মুক্তি পাবেন।
চোখের তলায় কালচে ছোপ, ফোলাভাব দূর করে দেয় গোলাপ জল। নিস্তেজ ত্বকে প্রাণ ফিরিয়ে আনতে সাহায্য করে গোলাপ জল।
প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে গোলাপ জল। তাই ত্বকে গোলাপ জল মাখলে জ্বালা ভাব, প্রদাহ কমে।