জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনে রেকর্ড হয়েছে চারটি। এর মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন রোমানা আক্তার। জাতিসংঘ মিশন শেষ করে লম্বা সময় পর সুইমিংপুলে নেমে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু।
মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে শনিবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট ১৮ দশমিক ২৭ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন রোমানা। ২০২১ সালে বাংলাদেশ নৌবাহিনীর মরিয়ম খাতুনের (১ মিনিট ১৯ সেকেন্ড) রেকর্ড নিজের করে নেন তিনি।
সেনাবাহিনীর চাকরির সুবাদে জাতিসংঘ মিশনে সুদানে যাওয়া রোমানা প্রায় চার বছর সাঁতারের সঙ্গে ছিলেন না। সৈনিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে সুইমিংপুলে নামা তো দূর অস্ত, অনুশীলনেরও সুযোগ ছিল না তার সামনে। তবে সুদানে থাকাকালেই সেনাবাহিনীর নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং, সকালের পিটি, দৌড় , জগিং, হালকা স্ট্রেচিং- এগুলো করেই ফিটনেস ধরে রেখেছিলেন তিনি।