হাজারো রকম সিদ্ধান্ত নেওয়া আর বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে অনেকেই নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তায় পড়ে যান। যারা ক্যারিয়ার শুরু করছেন, পরিবর্তনের চিন্তা করছেন অথবা নিজের ক্যারিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছেন- সবার জন্যই একটি পথনির্দেশনা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সেলফ-হেল্প বা আত্ম-উন্নয়নমূলক সাহিত্য পড়ার জন্য আপনাকে সবসময় বই পড়ার মধ্যে থাকতে হবে না বা এ সম্পর্কে খোঁজ রাখতে হবে না। যারা নিজেদের ক্যারিয়ারে এ ধরনের সাহায্যের জন্য বই খুঁজছেন তাদের জন্যেই সহজ ভাষায় এই বইগুলো লেখা হয়। এখানে ৫টি জনপ্রিয় আত্ন-উন্নয়নমূলক বই সম্পর্কে জানাব, যা আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে সাহায্য করবে।
দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেকটিভ পিপল- স্টিফেন আর কোভি
এই বইটিতে ব্যক্তিগত দক্ষতা এবং কর্মক্ষেত্রে উন্নতি সাধনের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। স্টিফেন আর কোভি এই বইতে সফলতা অর্জনের জন্য সাতটি অভ্যাস গঠনের কথা বলেছেন। তিনি চরিত্রের বিকাশ, নিজের অগ্রাধিকার ঠিক করা ও সক্রিয় থাকার কথা বলেছেন, যা আমাদের সফল হয়ে সাহায্য করবে। সাতটি অভ্যাসের মধ্যে রয়েছে- সবসময় সক্রিয় থাকা, ভবিষ্যতের কথা ভেবে কাজ শুরু করা, ঠিক সময়ে ঠিক কাজ করা, উভয় দিকের ভালো চিন্তা করা, প্রথমে শোনা তারপর নিজের মতামত প্রদর্শন করা, সবাই মিলে একসঙ্গে কাজ করা এবং নিজেকে ঠিক রাখা।