আকাশছোঁয়া ভবনে কেউ থাকেন না

প্রথম আলো প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ১৭:৫২

জার্মানির ব্ল্যাক ফরেস্ট বা কৃষ্ণ অরণ্যের পূর্ব প্রান্তে প্রাচীন নগরী রটওয়াইলের একটি ভবন দেখে আপনার চোখ আক্ষরিক অর্থেই কপালে উঠতে পারে। আকাশছোঁয়া সুউচ্চ ভবনটি দেখতেও নান্দনিক। দেখলে যে কেউই ভাবতে পারেন, ভবনটিতে বড় বড় কোম্পানির কার্যালয়, ধনাঢ্য ব্যক্তিদের ফ্ল্যাট কিংবা অভিজাত হোটেল থাকতে পারে। কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো।


ভবনটির নাম টিকে এলিভেটর টেস্ট্রাম। উচ্চতা ৮০৭ ফুট (প্রায় ৭০ তলার সমান)। এটি জার্মানির সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি। ভবনটির চারপাশে ভালোভাবে তাকালে আপনার আগের ধারণা পুরোপুরি পাল্টে যাবে। কারণ, এটির কোথাও কোনো জানালা নেই। এর অর্থ হলো এখানে কোনো মানুষ থাকে না। নেই কোনো অফিস, হোটেল বা পানশালা। মূলত আধুনিক মডেলের লিফট বা এলিভেটর পরীক্ষার কাজে ব্যবহার করা হয় এই ভবন।


এলিভেটর টেস্ট্রাম নামের ভবনটির মালিক জার্মানির এলিভেটর নির্মাতা প্রতিষ্ঠান টিকে এলিভেটর। কোম্পানিটি নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ বিশ্বের সুউচ্চ ভবনগুলোর জন্য লিফট সরবরাহ করে থাকে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টাতেও এই কোম্পানির একটি লিফট পরীক্ষার ভবন আছে। এটির উচ্চতা ৪২০ ফুট। চীনের জংশানে এ ধরনের আরেকটি ভবন আছে টিকে এলিভেটর কোম্পানির। এর উচ্চতা ৮১৩ ফুট, যা স্ট্যাচু অব লিবার্টির চেয়ে প্রায় তিন গুণ বড়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us