ইন্টারনেট জগতে ফিশিং ও স্প্যাম শব্দ দুটির সঙ্গে কম-বেশি অনেকেই পরিচিত। অনলাইনভিত্তিক প্রতারণা বোঝাতে শব্দ দুটি একে অন্যের স্থানে ব্যবহার করতে দেখা যায় অনেককেই, যদিও এগুলোর প্রকৃতি একেবারেই আলাদা।
এক কথায় বললে, ফিশিং হলো একটি প্রতারণামূলক প্রচেষ্টা, যেখানে আক্রমণকারী ব্যবহারকারীর গোপনীয় তথ্য চুরি করতে চায়। আর স্প্যাম হলো অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনীয় ই-মেইল বা বার্তা, যা সাধারণত বিজ্ঞাপনমূলক হয়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅবের মতে ফিশিং ও স্প্যামের পার্থক্য জানাটা গুরুত্বপূর্ণ, কারণ দুটি ক্ষেত্রে ব্যক্তির করণীয় ভিন্ন হবে—