আয়করদাতারা প্রত্যেকে তার নিজের জায়গা থেকে অনলাইনে নিটার্ন জমা দিতে পারলেও দেশের ৮৬৯টি সার্কেলের করদাতাদের ৪১টি কর অঞ্চলে সেবা বুথ স্থাপন করেছে জাতীয় রাজস্ববোর্ড এনবিআর।
এসব বুথে নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে বলে জানিয়েছে এনবিআর।
• কর অঞ্চল-৪ এবং কর অঞ্চল-১৬, ঢাকার ব্যবস্থাপনায় সচিবালয়ের সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য বাংলাদেশ সচিবালয়, ঢাকায় ই-টিআইএন রেজিষ্ট্রেশন, অনলাইন রিটার্ন রেজিষ্ট্রেশন, অনলাইন রিটার্ন দাখিল সুবিধা ও হেল্প ডেস্ক স্থাপনের মাধ্যমে ৩-১৮ নভেম্বর পর্যন্ত কর তথ্য সেবা দেওয়া হবে।