‘কণ্ঠরোধী’ সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্তে ভুক্তভোগীদের স্বস্তি

ডেইলি স্টার প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ১৩:২১

ভুক্তভোগীদের কেউ কেবল তার ভিন্ন মতটাই প্রকাশ করেছিলেন। কেউ এঁকেছিলেন রাজনৈতিক কার্টুন। কেউবা অনলাইনে নিছক রসিকতা কিংবা ঠাট্টার ছলে কিছু কথা বলেছিলেন।


একটি স্বাভাবিক গণতান্ত্রিক পরিসরে এর সবগুলোই ছিলো তাদের সাধারণ, স্বভাবসিদ্ধ প্রতিক্রিয়া। কিন্তু এতটুকু প্রতিক্রিয়ার জেরেই তাদের প্রত্যেককেই কারাগারে যেতে হয়েছিল। অনেকের কপালে জুটেছিল তীব্র শারীরিক ও মানসিক নির্যাতন।


ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকে এভাবেই প্রথমে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) ও পরে সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) ব্যবহার করে মত প্রকাশ এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছিল; যা কুখ্যাতি পেয়েছিল 'কালাকানুন' হিসেবে।


আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা ক্ষেত্রে সংস্কারের দাবির মধ্যে সব কালাকানুন বাতিল বা সংস্কারের দাবিও সামনে আসে।


এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার নিরপত্তা আইন বাতিল করার যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তাতে স্বস্তি প্রকাশ করেছেন এই আইনের শিকার ব্যক্তিরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us