ভারতের সবচেয়ে পবিত্র নদী বলা হয় গঙ্গাকে। হিন্দু ধর্মে বিভিন্ন দেব-দেবীর পুজোতেও লাগে গঙ্গার জল। আর গঙ্গাকে নমস্কার করে নদীতে পয়সা ফেলে প্রণামি দেওয়ার রীতি বহুদিনের। নদী থেকে সেই পয়সা কুড়িয়েই আবার কারও পেট চলে। দড়িতে ভারী চুম্বক বেঁধে নদীতে ফেলে পয়সা তুলে আনেন কেউ কেউ। সম্প্রতি এ ভাবে নদী থেকে পয়সা কুড়িয়ে আনার ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ‘সোশ্যাল সন্দেশ’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, নৌকা নিয়ে মাঝ নদীতে এক ব্যক্তি। তাঁর হাতে একটি কাঠের ফ্রেম। সেখানে লাগানো একাধিক ভারী চুম্বক। সেই কাঠের ফ্রেমটি একটি বড় দড়িতে বেঁধে নদীতে ছুঁড়ে দিলেন ব্যক্তি। তাঁর এই কীর্তির ভিডিয়ো করছিলেন নৌকাতে সওয়ার অন্য একজন। এ দিকে নৌকার পাটাতনে একটি গামছার উপর একাধিক পয়সাও পড়ে থাকতে দেখা যায়। সম্ভবত সেগুলিও এই চুম্বক দিয়েই তুলে আনা হয়েছে।