জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করার পর কার্যত পতন ঘটেছে চ্যান্সেলর ওলাফ শোলৎজের নেতৃত্বাধীন সরকারের। পতনের মুখে থাকা সরকারকে টিকিয়ে রাখতে পার্লামেন্টে আস্থা ভোটের তারিখও ঘোষণা করেছেন শোলৎজ।
এদিকে এই জটিলতার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ওয়ালটার স্টেইনমেয়ার জানিয়েছেন, আগাম নির্বাচনের তফসিল ঘোষণার জন্য তিনি প্রস্তুত। বৃহস্পতিবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে, “এখন কৌশল-চাতুরির সময় নয়, বরং যুক্তি এবং দায়িত্বপালনের সময়।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরদিন বুধবার জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করেন জার্মানির চ্যান্সেলর এবং দেশটিতে ক্ষমতাসীন জোট সরকারের প্রধান ওলাফ শোলৎজ। তার এই পদক্ষেপের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে পতন ঘটে জোট সরকারের।