আধিপত্যবাদী শক্তি দেশকে দাবিয়ে রাখতে পারবে না: রিজভী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ২২:২৩

৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবকে বাংলাদেশের স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ বলে অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে, ত্রিশ লাখ শহীদের বাংলাদেশকে কোনো আধিপত্যবাদী শক্তি দাবিয়ে রাখতে পারবে না।


বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এ অনুষ্ঠান আয়োজন করে।


রুহুল কবির রিজভী বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ করায় নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল। তার মতো দেশপ্রেমিককে আমরা ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধের’ প্রথম শহীদ বলতেই পারি।


তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে আবরার, মুগ্ধ ও আবু সাঈদদের জন্ম হয়েছে। যে দেশের জন্য ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করতে পারে, মা-বোনেরা সম্ভ্রম হারাতে পারে, সেই জাতি ও দেশকে আধিপত্যবাদী শক্তি দাবিয়ে রাখতে পারবে না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us