দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আজ বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য কমেছে। তাই স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে নতুন দর কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার মূল্য হবে এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, আগে যা ছিল এক লাখ ৪২ হাজার ১৬০ টাকা।
গত বছরের ২০ জুলাই প্রথমবারের মতো দেশে স্বর্ণের দাম ভরিতে এক লাখ টাকার ওপরে উঠেছিল।