ফাঙ্গাল ইনফেকশন হল ছত্রাকের কারণে ত্বকে বা শরীরের ভিন্ন অংশে হওয়া সংক্রমণ। দাদ, ছুলির, নানা ধরনের চুলকানির ফাঙ্গাল সংক্রমণের কারণে।
ছত্রাক কি তা বোধহয় আমরা সবাই জানি। এর সবচেয়ে বড় উদাহরণ ব্যাঙের ছাতা।
কিন্তু ব্যাঙের ছাতার মতো ছত্রাক আমাদের সংক্রমিত করতে পারে না। যেসব ছত্রাক শরীরকে সংক্রমিত করে, সেগুলো আসলে মাইক্রো অর্গানিজম। এগুলো খালি চোখে দেখা যায় না।
আর্দ্র ও উষ্ণ পরিবেশে এগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়।
আমাদের ত্বকে এবং শরীরে কিছু নির্দিষ্ট মাত্রায় ছত্রাক থাকে। এগুলো তেমন ক্ষতিকর নয়। তবে এদের সংখ্যা যখন অতিরিক্ত বৃদ্ধি তা ইনফেকশনের কারণ হয়।
রিংওয়ার্ম: এটি আমাদের খুব পরিচিত একটা রোগছত্রাক সংক্রমণের ত্বকে গোলাকার, লালচে আকারের চাকা তৈরি করে এবং এতে চুলকানি হয়।