বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে নির্মিত ঐতিহাসিক যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’ পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘যাত্রা উৎসব ২০২৪’-এর। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী আয়োজিত এ ‘যাত্রা উৎসব ২০২৪’-এর সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে আজ সন্ধ্যা ৬টায়। গ্রামবাংলার জনপ্রিয় যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’ দেখতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ভিড় জমান হাজারো দর্শক।
আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।
বিশেষ অতিথির বক্তব্য দেন যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি গাজী বেলায়েত। সভাপতির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক বলেন, ‘যাত্রার নীতিমালা আছে, যে নীতিমালার আলোকে আমরা চাই সারা বাংলাদেশে যাত্রা হোক। আমাদের শিল্পকর্ম, আমাদের কবিতা চর্চা, আমাদের গান, নাটক প্রেরণা জোগায় আমাদের জীবনে, আমাদের সামাজিক জীবনে।