তারল্য সংকট কাটানো ও পুঁজিবাজারে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) তিন হাজার কোটি টাকার ঋণ পাইয়ে দিতে গ্যারান্টার হতে সায় দিয়েছে সরকার।
সরকার সার্বভৌম (সভরেইন) গ্যারান্টার হওয়ার বাংলাদেশ ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকার ঋণ পাওয়ার দরজা খুললো আইসিবির।
সরকারের গ্যারান্টিপত্র পেয়ে অর্থ পেতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে আইসিবি। গ্যারান্টি থাকায় কোনো কারণে আইসিবি ঋণের অর্থ ফেরত দিতে না পারলে সরকারকে তা পরিশোধ করতে হবে।
এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর আইসিবি দাপ্তারিক প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান আবু আহমেদ।
গত ২৯ অগাস্ট চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া এই অধ্যাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক চেষ্টার পর সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি এ টাকা দিলে আইসিবি সামনে এগোতে পারবে। অর্থ উপদেষ্টা সহযোগিতা করেছেন ঋণ পাইয়ে দিতে। অর্থ পেলে পুঁজিবাজারেও তারল্য বাড়বে।’’