মা হতে যাচ্ছেন রাধিকা আপ্তে। সে খবর কেউ জানতো না। অন্তঃসত্ত্বা অবস্থায় লন্ডনের এক চলচ্চিত্র উৎসবে গিয়ে হাজির হন এই বলিউড তারকা। সেখানে ছিল তার ‘সিস্টার মিডনাইট’ছবির প্রদর্শনী। তারপর হইচই পড়ে যায়! মূলত সেখান থেকেই ছড়িয়ে পড়ে তার তার গর্ভাবস্থার ছবি ও তার মা হওয়ার খবর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মা হওয়া নিয়ে মোটেও খুশি নন তিনি।
২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে এক ছাদের নিচে থাকতে শুরু করেন ভারতীয় অভিনেত্রী রাধিকা। পরের বছর জানা যায়, কাগুজে বিয়েও সেরেছেন দুজন। বিয়ের প্রায় ১২ বছর পর জানা গেল অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তবে সন্তান নিয়ে কোনো পরিকল্পনা ছিল না এই দম্পতির। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নাকি প্রথম দুই সপ্তাহ মেনে নিতেই পারেননি তিনি।