'ক্ষ্যাপাটে' মানুষটির অনেক পরিচয়। সেই মানুষটিই হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার চার বছর পর বিপুল বিতর্ক সঙ্গে নিয়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ফের 'বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর' দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
মঙ্গলবার কোটি কোটি আমেরিকানের ভোটে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
প্রথম নির্বাচনে জয়, পরেরবার হার, এরপর তৃতীয় নির্বাচনে আবার জয়; মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সর্বশেষ এমন 'কামব্যাক' সম্পন্ন করেছিলেন গ্রোভার ক্লিভল্যান্ড, ১৩২ বছর আগে। ১৮৮৫ থেকে ১৮৮৯ এবং ১৮৯৩ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি।
প্রেসিডেন্ট, ডানপন্থী আন্দোলনের নেতা, ফৌজদারি মামলার আসামি, আবাসন ব্যবসায়ী, টিভি তারকা; ৭৮ বছরের দীর্ঘ জীবনে অনেকভাবেই পরিচিত হয়েছেন ট্রাম্প।
চলুন জেনে নেই আগামী জানুয়ারিতে 'মুক্ত বিশ্বের নেতা' হিসেবে আবার শপথ গ্রহণ করতে যাওয়া ট্রাম্প তার ৭৮ বছরের জীবদ্দশায় কোন কোন কারণে পরিচিতি পেয়েছেন।