চিকিৎসাবিজ্ঞানের জন্য চ্যালেঞ্জ অসংখ্য জটিল রোগ

যুগান্তর ড. মুনীরউদ্দিন আহমদ প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ১১:৪৬

আধুনিক জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন স্বাস্থ্যবিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশিদিন বাঁচে। আমরা আমাদের ডিএনএ বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি, গবেষকরা আমাদের অসুস্থ হওয়ার আশঙ্কার কথা অনুমান করতে পারেন। নতুন নতুন ওষুধ আবিষ্কৃত হচ্ছে। আমরা জানি সুষম খাবার ও ব্যায়ামের মাধ্যমে কীভাবে সুস্থ-সুন্দর জীবনযাপন করতে পারি, রোগ নির্ণয়ের জন্য নতুন নতুন আধুনিক পন্থা ও যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে। তারপরও বিশ্বে অধিক হারে মানুষ নিত্যনতুন জটিল ও অজানা রোগে আক্রান্ত হচ্ছে, অসুস্থ হচ্ছে ও মারা যাচ্ছে।


অনেকেরই ধারণা, জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তির বিস্ময়কর উন্নয়ন আমাদের এমন চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞতা, রোগ নির্ণয়ের ক্ষমতা ও জাদুকরী ওষুধ প্রদান করবে, যা গ্রহণ বা ব্যবহার করে আমরা আমাদের সব স্বাস্থ্য সমস্যা দূর করতে পারব। যখন আমরা এরকম আশাবাদী চিন্তায় মগ্ন, তখন বিভিন্ন দেশের আনাচে-কানাচে অসংখ্য মানুষ জটিল ও প্রাণঘাতী ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও ডিমেনশিয়ায় আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে। চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা ভেবে কূল পাচ্ছেন না, কেন এত অধিকসংখ্যক মানুষ প্রতিবছর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। কীভাবে এসব রোগ সম্পর্কে প্রকৃত ধারণা পাওয়া যায় এবং রোগ প্রতিরোধ ও প্রতিকারের মাধ্যমে অসহায় মানুষকে রক্ষা করা যায়। জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং চিকিৎসাশাস্ত্রে নতুন নতুন আবিষ্কার মানুষের স্বাস্থ্য সমস্যা দূরীকরণে কতটুকু ভূমিকা রাখতে পারছে, তা নিয়েও দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই। উন্নত বিশ্বের চিকিৎসাবিজ্ঞানীরা নানা ধরনের জটিল স্বাস্থ্য সমস্যা নিয়ে বছরের পর বছর গবেষণা চালিয়েও সিদ্ধান্তে আসতে পারছেন না, কেন মানুষ বিশেষ স্বাস্থ্য সমস্যার জন্য চিকিৎসা নিয়ে ভিন্ন ধরনের ফলাফল পাচ্ছে। এটা কি এ কারণে যে, প্রত্যেক মানুষ জন্মগতভাবে আলাদা, অন্য মানুষের সঙ্গে সামঞ্জস্য নেই? বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ংকর ও প্রাণঘাতী স্বাস্থ্য সমস্যার মধ্যে রয়েছে স্থূলতা, এইজিং, ডিমেনশিয়া, ক্যানসার, সংক্রামক রোগ ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মানসিক ভারসাম্যহীনতা, হৃদরোগ, স্ট্রোক ও ডায়বেটিসের মতো নানা জটিল রোগ। এখন রোগের ধরন ও প্রকৃতিকে পুরোনো দৃষ্টিকোণ থেকে বিচার-বিশ্লেষণ করার সুযোগ কমে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us