ম্যাজিক সংখ্যা: ট্রাম্পের দরকার ৪০, কমলার ৬০

প্রথম আলো প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ১১:৩৯

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। তাই এটিকে (২৭০) ‘ম্যাজিক’ সংখ্যা বলা হয়।


গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। ইতিমধ্যে অনেকগুলো অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে।


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখন পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।


আর ট্রাম্পের নির্বাচনী প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট।


অর্থাৎ, ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে কমলার চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। দুজনের মধ্যে ইলেকটোরাল কলেজ ভোটের ব্যবধান ২০।


এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, ‘ম্যাজিক’ সংখ্যা (২৭০) স্পর্শ করতে ট্রাম্পের দরকার মাত্র ৪০টি ইলেকটোরাল কলেজ ভোট। অন্যদিকে, কমলার দরকার ৬০টি ইলেকটোরাল কলেজ ভোট।


দুই প্রার্থীর মধ্যে যিনিই ‘ম্যাজিক’ সংখ্যা স্পর্শ করবেন, তিনিই হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us