পরিচালক গুরুপ্রসাদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার কন্নড়ে পরিচালকের বন্ধ ফ্ল্যাট থেকে ঝুলন্ত মৃতদেহ পেয়েছে পুলিশ। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন এই চিত্রপরিচালক।
আট মাস ধরে বেঙ্গালুরুর মদনায়কনহল্লীর এক আবাসনের বাসিন্দা ছিলেন গুরুপ্রসাদ। তাঁর বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে জানান। গতকাল পুলিশ এসে গুরুপ্রসাদের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল। গুরুপ্রসাদ তাঁর ফ্ল্যাটের ঘরের এক ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। জানা গেছে, ৫২ বছর বয়সী এই চিত্রপরিচালক আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন।