ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ- ২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। সোমবার (৪ নভেম্বর) উত্তর প্রদেশের আগ্রার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যুদ্ধবিমানটি উন্নত সংস্করণের মিগ।
ভারতে দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় মিগ-২৯ দুর্ঘটনা। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে আরেকটি মিগ- ২৯ রাজস্থানের বারমেরে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনার সময়ও পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছিলেন।