দিওয়ালিতে টাকাতে আগুন ধরালেন ব্যক্তি? ভিডিয়ো ভাইরাল হতেই চোখ কপালে সকলের

এইসময় (ভারত) প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ১৮:০৯

দিওয়ালি শেষ। সকলে যে যাঁর মতো করে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই দিনটি উদযাপন করেছেন। সকলে মিলে বাজি পুড়িয়েছেন। দিওয়ালি শেষে সে সব সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অনেকে। তার মধ্যে কিছু ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেটে। এমনই এক ভিডিয়ো নজর কেড়েছে নেটিজ়েনদের। যেখানে কড়কড়ে ৫০০ এবেং ১০০ টাকার নোট দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে। আগুন নিভিয়ে সেই নোটগুলি উদ্ধার করতেও কেউ এগিয়ে আসেনি। সম্প্রতি এই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।



জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে কুমার দীনেশ ভাই নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, মাটিতে বালির মধ্যে পড়ে রয়েছে ৭টি ১০০ টাকার এবং ২টি ৫০০ টাকার কড়কড়ে নোট। তাতে আগুন জ্বলছে দাউ দাউ করে। পুড়তে পুড়তে কালো ছাই হয়ে যায় সেই নোটগুলি। তবে কেউ তা নেভানোর জন্য বা নোটগুলি বাঁচানোর জন্য এগিয়ে আসেন না। তা দেখেই অনেকে হতভম্ব হয়েছেন। কেউ নিজের কষ্টার্জিত টাকায় কী ভাবে আগুন ধরিয়ে দিতে পারে, তা ভেবে পাননি অনেকেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us