হিন্দি সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রামে নতুন একটি ছবিতে দেখা যাচ্ছে লাল কাপড়ের ওপর জরির কাজ করা পাজামা পরা ছোট্ট দুটি পা। এই পদযুগল দীপিকা ও অভিনেতা রাণবীর সিংয়ের কন্যার।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মেয়ে জন্মের দেড় মাসের মাথায় এই ছবি প্রকাশ করলেন দীপিকা। সঙ্গে জানালেন নামও।