১০ মাসে বিদেশ গেছেন ৯ লাখ কর্মী

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ২৩:১৭

চলতি বছরের জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ৯ লাখ ৩০ হাজার কর্মীকে চাকরি দিয়ে বিদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক মামুন সরদার।


রবিবার (৩ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত বৈদেশিক কর্মসংস্থানের প্রবণতা সন্তোষজনক এবং আমরা আশা করছি এ বছর আরো বেশি রেমিট্যান্স যোদ্ধাকে চাকরি দিয়ে বিদেশে পাঠাতে সক্ষম হব।


বাংলাদেশ থেকে সামগ্রিক জনশক্তি রপ্তানি ধীরে ধীরে বাড়বে বলে আশা করছেন বিএমইটি পরিচালক। তিনি বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত  ৯ লাখ ৩০ হাজার ৩ জন কর্মী বিদেশে চাকরি পেয়েছে।


গত ৯ মাসে বিদেশ যাওয়া মোট ৯ লাখ ৩০ হাজার ৩ জন শ্রমিকের মধ্যে ৮ লাখ ৫৮ হাজার ২২৫ জন পুরুষ এবং ৭১ হাজার ৭৭৮ জন নারী। পাশাপাশি চলতি বছরে বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। প্রবাসী বাংলাদেশিরা গত অক্টোবর মাসে ২ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের একই মাসের তুলনায় ২১ দশমিক ৮৩ শতাংশ বেশি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us