অনলাইন গ্রুমিং বা শিশু নিপীড়নের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম হচ্ছে স্ন্যাপচ্যাট। অপরাধের সঙ্গেও এই মেসেজিং অ্যাপটি জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে সাম্প্রতিক এক পরিসংখ্যানে।
যুক্তরাজ্যের শিশু দাতব্য সংস্থা ‘ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু চিলড্রেন বা এনএসপিসিসি’কে দেওয়া পুলিশের এক পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
অনলাইন গ্রুমিং কথাটির প্রচলিত মানে হচ্ছে, যৌন নিপীড়নের লক্ষ্যে ইন্টারনেটের মাধ্যমে শিশুদের ওপর প্রয়োগ করা নির্যাতন কৌশল। এতে প্রাপ্তবয়স্ক নিপীড়করা শিশুদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে, যাতে করে শিশুদেরকে নিজেদের নাগালে আনতে পারে তারা। আর এই নিপীড়ন সবসময় শারীরিক নয়, অনলাইনের ভার্চুয়াল জগতেও ঘটতে পারে।