সংবিধান সংস্কার বিষয়ে সাধারণ নাগরিকরা যেন মতামত ও প্রস্তাব দিতে পারে, সে জন্য একটি ওয়েবসাইট চালু করতে যাচ্ছে এ বিষয়ে গঠন করা কমিশন। মঙ্গলবার থেকে এই ওয়েবসাইট কার্যকর হবে।
রোববার বিকেলে জাতীয় সংসদের এলডি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ।
সংস্কারের সুপারিশ প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন সরাসরি আলোচনা করবে না জানিয়ে তিনি বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদেরকে সনির্বন্ধ অনুরোধ করব লিখিত মতামত এবং সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর জন্য।”
কেন কমিশন দলগুলোর সঙ্গে বসবে না, সে কারণ ব্যাখ্যা করে আলী রিয়াজ বলেন,
“সরকার বিভিন্ন কমিশনের কাছ থেকে পাওয়া সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করবে। ফলে, কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি আলোচনা করবে না। কিন্তু তাদের দেয়া প্রতিটি লিখিত প্রস্তাব ও মতামত কমিশন নিবিড়ভাবে পর্যালোচনা করবে এবং কমিশনের সুপারিশে তার যথাসাধ্য প্রতিফলন ঘটাতে সচেষ্ট থাকবে।”