ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সংসদে বসতে চায় কি না, সেই প্রশ্ন রেখেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 'ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা' ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।
বিন ইয়ামিন মোল্লা বলেন, "মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে তিনি বলেছেন, বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না।
"আপনারা বৃহৎ রাজনৈতিক দল। আপনারা যদি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে পার্লামেন্টে বসতে চান? জনগণ আপনাদের সুস্পষ্ট অবস্থান জানতে চায়।"
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে ছাত্র অধিকার পরিষদ।
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চারটি নির্বাচন করা জাতীয় পার্টিকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাদেরও নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে বিন ইয়ামিন মোল্লার দল।