যে কারণে পছন্দের শীর্ষে থাকা আইয়ারকে ছাড়ল কলকাতা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ১১:০২

১০ বছরের শিরোপাখরা কাটিয়ে আইপিএলের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এমন মুহূর্ত এনে দেওয়া অধিনায়ক শ্রেয়াশ আইয়ারকে এবার আর শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি রিটেনশন তালিকায় রাখেনি। মেগা নিলামের আগে তাকে ছেড়ে দিলো কলকাতা, যদিও নিলাম থেকেও তাকে নেওয়ার সুযোগ থাকছে। জানা গেছে, ছেড়ে দেওয়ার আগেও দলে পছন্দের শীর্ষে ছিলেন আইয়ার।


নিলামের আগে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। কলকাতার রিটেনশনে আছেন– দুই ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। পাশাপাশি রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা এবং রমনদীপ সিংরাও আসন্ন আসরে তাদের বেগুনি-সোনালি জার্সি গায়ে তুলবেন। এর মধ্যে হার্ষিত ও রমনদীপ আছেন আনক্যাপড হিসেবে। তবে কলকাতায় গত আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক না থাকা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।


আইয়ারকে রিটেনশনে না রাখার বিষয়টি ব্যাখ্যা করেছেন কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর। তিনি বলেছেন, ‘শ্রেয়াস আইয়ার আমাদের রিটেনশন লিস্টের প্রথম নাম ছিল। তবে রিটেনশন প্রক্রিয়া সবসময় একপথে চলে না। এটি কেবল ফ্র্যাঞ্চাইজিরও বিষয় নয়। ফ্র্যাঞ্চাইজিতে থাকতে ক্রিকেটার কী চাচ্ছেন সেটিও গুরুত্বপূর্ণ। অবশ্যই তিনি আমাদের পছন্দের তালিকায় ছিলেন। তিনি আমাদের অধিনায়ক, সে লক্ষ্যেই ২০২২ সালে দলে নেওয়া হয় আইয়ারকে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us