৯০-এর দশকে বলিউড কাঁপাচ্ছিলেন সংগীত শিল্পী কুমার শানু ওরফে কেদারনাথ ভট্টাচার্য। ১৯৮৮ সালে তার প্রথম প্লে ব্যাক। গান করেন ‘হিরো হীরালাল’ ছবিতে। ক্যারিয়ারের শুরুতেই পরকীয়ায় নাম জড়ায় কুমার শানুর।
জনপ্রিয় নায়িকা মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে তার প্রেমের জল্পনায় মুখর হয়ে ওঠে বলিপাড়া। বলা হয়, এই সম্পর্কের জন্য নাকি ঘরও ভাঙে কুমার শানুর। ১৯৯০ সালেই মুক্তি পায় মহেশ ভাটের ছবি ‘জুর্ম’। বিনোদ খান্না, মীনাক্ষী শেশাদ্রি, সঙ্গীতা বিজলানি অভিনীত ছবিটির ‘যব কোয়ি বাত বিগড় যায়ে’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। গানটি গেয়েছিলেন কুমার শানু এবং সাধনা সরগম।
কুমার শানুর গলায় গানটি শুনে মুগ্ধ হয়েছিলেন মীনাক্ষীও। ‘জুর্ম’ ছবির প্রিমিয়ারে আলাপ হয় কুমার শানু আর মীনাক্ষীর। আলাপ, বন্ধুত্ব, ভালোলাগা থেকে ভালবাসা। ছুটতে থাকে তাদের প্রেমের রেলগাড়ি। সেই সময় কিন্তু কুমার শানু বিবাহিত ছিলেন। বলিউডে পা রাখার আগেই রীতা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন শানু।