স্মার্টফোনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। অ্যাপল, গুগল ও স্যামসাং তাদের নতুন ডিভাইসে এআই ফিচারগুলোর ওপর গুরুত্ব দিচ্ছে। তবে অনেক স্মার্টফোন ব্যবহারকারী এআই সুবিধাগুলোকে তেমন গুরুত্বপূর্ণ মনে করেন না। প্রযুক্তিবিষয়ক সংবাদ ও পর্যালোচনা ওয়েবসাইট সিনেটের এক জরিপে দেখা গেছে, প্রায় ২৫ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী মনে করেন এসব ফিচার তেমন কাজে লাগে না। অন্যদিকে ১৮ শতাংশ বলেছেন, নতুন ফোন কেনার জন্য এআই তাদের প্রধান কারণ। জরিপটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রাপ্ত বয়স্ক স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে। খবর সিনেট।
জরিপের তথ্যানুযায়ী, নতুন ডিভাইস কেনার প্রধান কারণগুলো হলো বেশি ব্যাটারি লাইফ (৬১ শতাংশ), বেশি স্টোরেজ (৪৬ শতাংশ) এবং উন্নত ক্যামেরা ফিচার (৩৮ শতাংশ)। জরিপের ফলাফলটি এমন সময় এল, যখন আগামী সপ্তাহে অ্যাপল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা পরিষেবা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এদিকে গুগল গত আগস্টে পিক্সেল ৯ সিরিজের ঘোষণা দেয়ার সময় এআই ফিচারগুলোয় বেশ জোর দেয়। তাদের প্রেজেন্টেশনে নতুন জেমিনি ফিচারগুলোর মধ্যে লাইভের কথা বলা হয়, যা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে স্বাভাবিক কথোপকথনের সুবিধা দেয়। একইভাবে গত জুলাইয়ের আনপ্যাকড ইভেন্টে স্যামসাং গ্যালাক্সি এআইয়ের কথা বলে, যা মেসেজ অনুবাদ করা ও ছবি সম্পাদনার মতো কাজগুলো সহজ করে।