গত প্রায় তিন মাসে দেশে রাজনৈতিক সহিংসতা ও সামাজিক বিরোধে অন্তত ৭০০ মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ১১ হাজার। এর মধ্যে গত অক্টোবর মাসে ৯১ জন, সেপ্টেম্বর মাসে ৮৪ জন এবং আগস্টে ৫৪১ জন নিহত হয়। এ সময় গণপিটুনিতে নিহত হয় ৮৪ জন। ছিনতাই, ডাকাতির ঘটনাও উদ্বেগ ছড়াচ্ছে।
মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন সূত্রে এই তথ্য মিলেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে লম্বা সময় মাঠে ছিল না পুলিশ। অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে অস্ত্র লুটের পাশাপাশি কারাগার থেকে আসামি পলায়নের ঘটনাও ঘটে। এরপর তৈরি পোশাক কারখানায় অস্থিরতা এবং পিটিয়ে হত্যার মতো ঘটনার পাশাপাশি বিভিন্ন স্থানে চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও দখলদারির ঘটনা জনমনে উদ্বেগ বাড়াচ্ছে।
থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের বেশির ভাগ এখনো উদ্ধার হয়নি। ধারণা করা হচ্ছে, সেসব আগ্নেয়াস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে। অবৈধ অস্ত্রের ছড়াছড়িতে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটছে প্রায়ই। গত অক্টোবরে দেশে ১৬ জন গুলিবিদ্ধ হয়েছে।