আবহমান বাংলার চিরায়ত লোকসংস্কৃতির অন্যতম শাখা যাত্রাপালা। এটি লোকজ ঐতিহ্যের পাশাপাশি সব সময় গণমানুষের কথা বলে। প্রযুক্তির উৎকর্ষতা ও আধুনিকায়নের কারণে যাত্রাপালা তার ঐতিহ্য ও আবেদন হারিয়েছে। ঐতিহ্যবাহী এ যাত্রাপালাকে আরও বেশি গণমুখী করার লক্ষ্যে শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে শুরু হলো সপ্তাহব্যাপী যাত্রা উৎসব।
‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ (১ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার।