নির্বাচনব্যবস্থা সংস্কারের প্রস্তাব তৈরি করতে কাজ করছে সরকারের গঠন করা কমিশন। তারা কোনো প্রস্তাব দেওয়ার আগেই নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে অনুসন্ধান কমিটি গঠন করেছে সরকার। ফলে শেষ পর্যন্ত নির্বাচনব্যবস্থা সংস্কার কতটুকু ফলপ্রসূ হবে, তা নিয়ে শুরুতেই প্রশ্ন উঠেছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনব্যবস্থা সংস্কারের প্রথম ধাপ ইসি গঠনের পদ্ধতি ঠিক করা। এটি না করে পুরোনো বিতর্কিত আইনেই ইসি গঠিত হলে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে। অনুসন্ধান কমিটি গঠনের আগে সরকারের উচিত ছিল সংস্কার কমিশনের প্রস্তাবের জন্য অপেক্ষা করা।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য ১০টি কমিশন গঠন করে। এর একটি নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। এই কমিশন কাজ শুরু করেছে এক মাসও হয়নি। এখন পর্যন্ত তারা ১২টি আনুষ্ঠানিক বৈঠক করেছে। এখনো তারা নির্বাচন-সংক্রান্ত আইন ও বিধিবিধানগুলো পর্যালোচনা করছে। ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে তাদের প্রস্তাব দেওয়ার কথা।